Nadia News : এবার মাত্র সাড়ে ৪ হাজারেই অন্দরমহলে পোর্টেবল ফ্রিজ! – nadia two friends electrical mechanics make mini portable refrigerator by four thousands five hundred rupees only watch video


দুই বন্ধু ইলেক্ট্রিকের মিস্ত্রি। নদিয়ার হবিবপুরে তাঁদের দোকান। কিছুদিন আগেই তীব্র গরমে যখন হাঁসফাঁস প্রাণ, তখনই একটা আইডিয়া খেলে গেল দুই বন্ধুর মাথায়। পড়ে থাকে পুরনো কমপ্রেসার দিয়ে তাঁরা বানিয়ে ফেললেন এক মিনি ফ্রিজ। দামও মিনি। মাত্র সাড়ে ৪ হাজার। তবে কাজে কোনও খামতি নেই। রাহুল আর মিলনের এই আবিষ্কারের গল্প শুনবেন নাকি? ইচ্ছে থাকলেই যে উপায় হয়, তা আরও একবার প্রমাণ করে দিলেন এই দুই বন্ধু। শুধু ওই থ্রি ইডিয়টসের Rancho-র মতো, মেশিনকে ভালোবাসতে হবে। তীব্র গরম থেকে রক্ষা পেতে মাত্র সাড়ে চার হাজার টাকায় রেফ্রিজারেটর বানিয়ে ফেললেন দুই ইলেকট্রিক মিস্ত্রি। জল ধরবে প্রায় ২৫ মিটার ঠান্ডা হবে মাত্র ১০ মিনিটে। বাকিটা ঠিক হয়ে যায়। আসুন আরও বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *