Rain Today,মঙ্গলে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি, বুধ থেকে দক্ষিণবঙ্গে কমবে বর্ষণ, জানুন আবহাওয়ার পূর্বাভাস – today rain forecast in kolkata and several districts of west bengal


বর্ষা এসে গিয়েছে বেশকিছুদিন হল, কিন্তু এখনও সেভাবে লাগাতার ভারী বৃষ্টির সম্মুখীন হয়নি শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। মঙ্গলবারও বিশেষ পরিবর্তন থাকছে না আবহাওয়ায়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কম। সেক্ষেত্রে হালকা দুই-এক পশলা বৃষ্টি হতে পারে। বুধ এবং বৃহস্পতিবার আরও কমবে বৃষ্টির সম্ভাবনা। তবে ১৯ জুলাই শুক্রবার থেকে সামান্য বাড়তে পারে বৃষ্টি। ২১ জুলাই কলকাতাতে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইদিন দক্ষিণবঙ্গের প্রাস সমস্ত জেলার বেশিরভাগ অংশ জুড়েই (অন্ততঃ ৮০ শতাংশ এলাকা) বৃষ্টির সম্ভাবনা থাকছে। এক্ষেত্রে বৃষ্টির বেশি সম্ভাবনা থাকবে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। ওড়িশা ও অন্ধপ্রদেশ উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আর সেকারণেই ১৯ জুলাই থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে।হাওয়া অফিস জানাচ্ছে বর্তমানে নাগাল্যান্ড ও গুজরাটে রয়েছে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশা সংলগ্ন এলাকায়। মৌসুমী অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ১৯ জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাব সব চেয়ে বেশি থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আলিপুর আহাওযা দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে দক্ষিণবঙ্গে। ১৯ জুলাই শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবারও বিক্ষিপ্ত সম্ভাবনা। সেক্ষেত্রে উপকূলবর্তী জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার একুশে জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশা ও অন্ধ উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আর তার প্রভাবেই সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে।

এদিকে শহর কলকাতায় আপাতত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। তবে সেই অনুপাতে বৃষ্টি কম থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে কলকাতায়। দিন ও রাতের তাপমাত্রায় বিশেষ উল্লেখযোগ্য উত্থান পতন থাকার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি।

অন্যদিকে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়তে। এছাড়াও বজ্রবিদ্যসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বাকি জেলাগুলিতেও হতে পারে বৃষ্টি। যদিও উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে চলবে বৃষ্টি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *