রথের রশিতে টান পড়েছে দিন কয়েক আগেই। আর রথের সাথেই সূচনা হয়ে গিয়েছে মা দুর্গার আগমনের অর্থাৎ বাঙালীর সব থেকে অনুষ্ঠনের। শহর থেকে জেলার বিভিন্ন মন্ডবগুলির প্রস্তুতিও তুঙ্গে। কোন মন্ডব আগে এগিয়ে বা কোন মন্ডবের প্রতিমা সব থেকে সুন্দর ইত্যাদি নানা রকম প্রতিযোগীতায় মেতে উঠেছেন পুজো উদ্যোক্তারা। হলদিয়ার তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটিরও পুজোর ঢাকে কাঠি পরে গিয়েছে। গতকাল উলটো রথেই হয়ে গেল খুঁটি পুজো। তবে থিম নয় এখানকার পুজোর মূল আকর্ষণ হল সাবেকিআনা। ১৬ বছর ধরে এলাকাবাসীদের নিয়ে সমস্ত রকম রীতি মেনেই এই দুর্গাপুজোর অনুষ্ঠান হচ্ছে। আসুন দেখে নিন এই ভিডিয়ো।