Tarakeswar Special Train : রেলের সুখবর, শ্রাবণে তারকেশ্বর ছুটবে একগুচ্ছ স্পেশাল – eastern railway announced special train for tarakeswar srabani mela watch video


শ্রাবণ মাসে তারকেশ্বরের জন্য একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের। এই বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে ৬ জোড়া অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যা হাওড়া-তারকেশ্বর শাখায় সমস্ত রবিবার, সোমবার এবং তথা উৎসবের দিনে চলবে। হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য, ইএমইউ স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে সকাল ০৪:০৫ এবং দুপুর ১২:৫০ মিনিটে ছাড়বে এবং যথাক্রমে সকাল ০৫:৩৫ এবং দুপুর ০২:২০ মিনিটে পৌঁছবে তারকেশ্বরে। পাশাপাশি পুজো দেওয়ার পর ভক্তদের হাওড়া ফিরতে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য স্পেশাল ট্রেনগুলি তারকেশ্বর থেকে সকাল ১০:৫৫ এবং রাত ০৯:১৭ মিনিটে ছাড়বে। সেগুলি হাওড়া পৌঁছবে দুপুর ১২:৩০ এবং রাত ১০:৪৫ মিনিটে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র কী জানালেন? দেখুন ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *