সোজা নয় উল্টো রথেই বেশি আনন্দ বিষ্ণুপুরে। এই উৎসবের স্বাদ নিতে বিষ্ণুপুরে ভিড় জমান হাজার হাজার মানুষ। পুরী জগন্নাথ মন্দির বা ইসকন সোমবার উল্টোরথ উৎসব পালন করলেও, বিষ্ণুপুরে এদিন পালিত হচ্ছে রথের উৎসব। মল্লভূমি বিষ্ণুপুরে উল্টো রথকে ঘিরে বহুদিন আগে থেকে চলে আসছে দুই পাড়ার লড়াই। আগে রেষারেষি চলে আসলেও এখন সৌহার্দ্যপূর্ণ লড়াই দুই পাড়ার। তাতে আরে বেড়েছে উল্টোরথের জৌলুস। বিষ্ণুপুর রথ উৎসব পালন হচ্ছে মল্লরাজাদের সময় থেকেই। মাধবগঞ্জের ১১ পাড়ার রথে সওয়ার হন রাধা মদন গোপাল জিউ। অন্যদিকে কৃষ্ণগঞ্জের রথে সওয়ার হন রাধা লাল জিউ, কৃষ্ণ রায় ও গোবিন্দ রায় জিউ। সকালে থেকেই চলে রথের রশিতে টান দেওয়ার পর্ব। ৮ পাড়া ও ১১ পাড়া এখন উল্টো রথে মেতে ওঠে প্রতীকী লড়াইয়ে। ১১ পাড়ার প্রতীক এঁড়েগরু ও ৮ পাড়ার প্রতীক গড়ুর। এই দুই প্রতীকের লড়াই এর মধ্য দিয়ে মল্লরাজাদের প্রাচীন ভূমি জমে উঠেছে সকাল থেকেই।