Ulto Rath Yatra : উল্টোরথের পুজো শেষে নাচের তালে জগন্নাথ সেবা লাভলির – rajpur sonarpur municipality mla lovely maitra joins ulto rath yatra festival watch video


উল্টোরথের উৎসবে (Ulto Rath Yatra 2024) সামিল হলেন সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র (Lovely Maitra)। দলীয় কর্মীদের সঙ্গে রথযাত্রায় সামিল হলেন তিনিও। রাজপুর সোনারপুর পুরসভার (Rajpur Sonarpur Municipality) ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সন্দীপ নস্করের উদ্যোগে উল্টো রথের (Ulto Rath Yatra 2024) আয়োজন করা হয়। সেখানেই সবার সঙ্গে পা মেলান বিধায়কও। জগন্নাথদেবের পুজো সেরে অংশ নেন রথটানায়। দলীয় কর্মীদের সঙ্গে মিলে নেচে ওঠেন তিনিও। জগন্নাথের কাছে এদিন সবার মঙ্গল কামনা করেন তিনি। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে বলেও জানান তিনি। সবার শারীরিক সুস্থতারও প্রার্থনা করেন। কী জানালেন সোনারপুর দক্ষিন বিধায়ক লাভলী মৈত্র ( MLA Lovely Maitra)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *