শহরের বুকে আক্রান্ত পুলিশ কর্মী। আহত পুলিশ কর্মীর নাম দেবাশিস মণ্ডল। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে কলকাতার শোভাবাজার এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম রাহুল দাস।পুলিশ সূত্রে খবর, মহরমের দিন শহর কলকাতার বিভিন্ন জায়গায় চলছে চেকিং। যে কোনওরকম অপ্রীতির পরিস্থিতি এড়াতে বিভিন্ন জায়গায় টহলদারিও চলছে পুলিশের। বড়তলা থানা এলাকায়, টহলদারির সময় পুলিশ কর্মীরা দেখতে পান এক ব্যক্তি মদ্যপ অবস্থায় কয়েকজনের সঙ্গে ঝামেলা করছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কর্মীরা। ওই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করেন তাঁরা। অভিযোগ, সেই সময়েই ওই ব্যক্তি দেবাশিস মণ্ডল নামে ওই পুলিশ কর্মীর উপরে হামলা চালায়। হামলায় গুরুতর জখম হন ওই পুলিশ কর্মী। ঝরতে থাকে রক্ত। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য পুলিশ কর্মীরা সঙ্গে সঙ্গে আহতকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহত পুলিশ কর্মীর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এরপর কর্তব্যরত পুলিশ কর্মীকে মারধর করার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে বড়তলা থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
প্রসঙ্গত, সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশের উপরে হামলার অভিযোগ উঠেছে। কখনও পূর্ব বর্ধমান, কখনও পশ্চিম বর্ধমান তো কখনও আবার দক্ষিণ ২৪ পরগনা। বিভিন্ন জেলায় উঠেছে পুলিশের উপরে হামলার অভিযোগ। চলতি সপ্তাহেই কুলতলি থানা এলাকার দুই নম্বর জ্বালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পয়তারহাটে নকল সোনা বিক্রির চক্রের বিরুদ্ধে তদন্তে যায় পুলিশ। সেখানে ভিড়ের মাঝখান থেকেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ।
প্রসঙ্গত, সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশের উপরে হামলার অভিযোগ উঠেছে। কখনও পূর্ব বর্ধমান, কখনও পশ্চিম বর্ধমান তো কখনও আবার দক্ষিণ ২৪ পরগনা। বিভিন্ন জেলায় উঠেছে পুলিশের উপরে হামলার অভিযোগ। চলতি সপ্তাহেই কুলতলি থানা এলাকার দুই নম্বর জ্বালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পয়তারহাটে নকল সোনা বিক্রির চক্রের বিরুদ্ধে তদন্তে যায় পুলিশ। সেখানে ভিড়ের মাঝখান থেকেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ।
এর আগে ছেলেধরা গুজবকে কেন্দ্র করে আসানসোলে হামলার মুখে পড়তে হয় পুলিশকে। দিন কয়েক আগে আসানসোল উত্তর থানার ব্লু ফ্যাক্টরি সংলগ্ন ভানোড়া খোলামুখ কয়লাখনি এলাকায় ছেলেধরা ঢুকেছে বলে গুজব ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ, সেই সময়ই পুলিশের উপরে হামলা চলান হয়। হামলায় আহত হন এক সিভিক ভল্যান্টিয়ার। পুলিশের কয়েকটি গাড়িরও কমবেশি ক্ষতি হয়।
সেই ঘটনার আগে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষেও পুলিশের উপহার হামলা চালানোর অভিযোগ ওঠে। শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় খণ্ডঘোষে। মারমুখী জনতার হাত থেকে শিক্ষককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। রীতিমতো ইটবৃষ্টি করা হয় পুলিশের উপরে। ভাঙচুরও করা হয় গাড়িতে। সেই ঘটনাতেও বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।