হার্দিক-নতাশার সুখের স্বর্গ যে আর অটুট নেই, তা বোঝার আর কিছুই বাকি নেই। যদিও এখনও তাঁরা অফিশিয়ালি সেপারেশনের কথা মুখে আনেননি, তবুও আকাশের কালো মেঘ যে আর সরার নয় তা মোটামুটি সবার কাছেই স্পষ্ট (Natasha Stankovic)। রাধিকা-অনন্তের বিয়েতে যেখানে হার্দিক পান্ডিয়া প্রায় সকাল থেকে রাত পর্যন্ত মেতে ছিলেন, সেখানে একটি বারের জন্যেও তাঁর পাশে দেখা মিলল না নতাশার (Hardik Pandya Wife)। এদিন সকালে ছেলের হাত ধরে শহর ছাড়লেন নাতাশা। এখন ছেলেই তাঁর টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর টিমমেট। সেই টিমমেটকে নিয়েই ছুটি কাটাতে বেরিয়ে পড়লেন নতাশা। এয়ারপোর্ট চত্বরে ক্যামেরাবন্দী হলেন তিনি। আসুন দেখে নিন এই ভিডিয়ো।