তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফিরলেন কলকাতায়। এদিন কলকাতা বিমানবন্দর এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। কথা বললেন রাজ্যে বিজেপির মেগা বৈঠক নিয়ে। এই বিষয়ে কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? জানতে দেখুন ভিডিয়ো। অন্যদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুরেই বিজেপিকে খোঁচা দিলেন কুণাল ঘোষে। লোকসভা ভোট ও উপভোটে ভরাডুবির পর ফের অ্যাক্টিভ হতে চলেছে গেরুয়া শিবির। জানা গিয়েছে তৃণমূলের শহিদ দিবসের দিনই অর্থাৎ ২১ শে জুলাইয়ের দিনই পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে পদ্ম-শিবির। বিজেপি ওই দিনপাল্টা গণতন্ত্র হত্যা দিবস পালন করবেন বলে জানা গিয়েছে। রাজভবনের সামনে প্রতিবাদ সভা থেকে একথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী।