Skip to content
দাবাং কীর্তি আজাদ। বাইশ গজে দাপটের পর এবার রাজনীতির ময়দানেও দেখাচ্ছেন দাপট। বেহাল রাস্তার অভিযোগ পেয়েই সেখানে পৌঁছলেন সাংসদ কীর্তি আজাদ। অভিযোগ, রাস্তা বানানোর একমাসের মধ্যেই মুড়ি মুড়কির মতো উঠছে রাস্তার স্টোনচিপস। এর জেরে ঘটছে দুর্ঘটনা (Kirti Azad News)। রাস্তার হাল দেখে ক্ষুব্ধ সাংসদ। সদুত্তর না পেয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিয়ারের পকেটে রাস্তা থেকে স্টোনচিপস্ তুলে সটান ভরে দিলেন (Rastashree Project)। রাস্তার বেহাল দশা দেখে প্রশ্ন ক্ষুব্ধ সাংসদের। সদ্য তৈরি হওয়া রাস্তা দেখে কার্যত ক্ষোভ উগরে দিলেন তিনি। সাংসদের এমন রূপ দেখে খুশি গ্রামবাসীরাও। কীর্তি আজাদ কী বললেন এই নিয়ে? আসুন দেখে নিন সেই ভিডিয়ো।
Source link