Wb Transport Corporation,রাজ্যজুড়ে সরকারি বাস-ট্রাম-ফেরিতে এবার চালু স্মার্ট কার্ড – smart card to starts in west bengal government transport system soon


রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আরও ‘স্মার্ট’ করার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এবার যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে উল্লেখযোগ্য উদ্যোগ পরিবহণ দফতরের। শীঘ্রই রাজ্যজুড়ে সরকারি গণ পরিবহণ পরিষেবায় চালু হতে চলেছে স্মার্ট কার্ড পরিষেবা। এই পরিষেবা চালু হলে কোনও সরকারি নিগমের বাস, ট্রাম বা লঞ্চে আলাদা করে আর টিকিট কাটার প্রয়োজন হবে না। এই কার্ড ব্যবহার করেই যাত্রীরা পরিবহণ পরিষেবার লাভ নিতে পারবেন।

এই ‘স্মার্ট কার্ড’ কি বেসরকারি পরিবহণের ক্ষেত্রেও প্রযোজ্য?

সূত্রের খবর, রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে এই উদ্যোগে বেসরকারি পরিবহণ এবং মেট্রোকেও যুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু, বেশিরভাগ বাস মালিকরা পিছিয়ে যান। স্মার্ট কার্ডে যে টিকিট কাটা হবে, তার টাকা কী ভাবে পাওয়া যাবে? তা সময় সাপেক্ষ হবে কিনা? এই সমস্ত প্রশ্ন তুলে পিছিয়ে আসেন বাস মালিকরা।

বিষয়টি নিয়ে এগোতে চাইনি মেট্রোও। এরপর যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই উদ্যোগের বাস্তবায়ণের জন্য উদ্যোগী হয় রাজ্য সরকার। এরপরেই এনবিএসটিসি, এসবিএসটিসি এবং ডব্লিইবিটিসি তিন সরকারি পরিবহণ নিগমের ক্ষেত্রে এই স্মার্ট কার্ড পরিষেবা চালু নেওয়ার উদ্যোগ নেয়। এর ফলে খুচরোর সমস্যা মিটবে। বাস, ট্রাম, ফেরি সমস্ত ক্ষেত্রেই যাত্রীরা এই কার্ড ব্যবহার করতে পারবেন। কলকাতায় তা প্রাথমিকভাবে চালু হলেও এবার রাজ্যজুড়ে এই পরিষেবা চালু করার জন্য উদ্যোগী প্রশাসন।

উল্লেখ্য, বিদেশের একধিক উন্নত শহরে পরিবহণ পরিষেবার ক্ষেত্রে ‘স্মার্ট কার্ড’ পরিষেবা চালু রয়েছে। এই পরিষেবা রাজ্যে চালু হলে নিত্যযাত্রীদের পাশাপাশি পর্যটকদেরও বিশেষ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘এই উদ্যোগে সম্মতি পাওয়া গিয়েছে অর্থ দফতর এবং পরিবহণ দফতরে। ফলে এই পরিষেবা চালু করার পথে আর কোনও বাধা নেই। চেষ্টা করব যত দ্রুত এই স্মার্ট কার্ড পরিষেবা চালু করা যায়।’ এই পরিষেবা চালু হলে বহু মানুষ উপকৃত হবেন বলে আশাবাদী তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *