Neet Pg 2024,৯০ লাখে মেডিক্যালে ভর্তি! বর্ধমানের চিকিৎসককে ফোন করে টোপ, অভিযোগ ঘিরে হইচই – bardhaman doctor got a call from a unknown number which offers her neet pg seat in exchange of huge money


ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার অনিয়ম নিয়ে তোলপাড় দেশজুড়ে। প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত চালাচ্ছে সিবিআই। কিন্তু, তারপরেও নিট পিজির নামে রমরমিয়ে জালিয়াতি চক্র চলছে? এবার বাংলার পূর্ব বর্ধমান জেলায় কর্মরত এক চিকিৎসককে ফোন করে ওএমআর সিটে নম্বর বাড়িয়ে দেওয়া এবং নিট পিজিতে আসন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই চিকিৎসক। পাশাপাশি গোটা বিষয়টি রাজ্য পুলিশের ডিজির নজরে এনেছেন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স।জানা গিয়েছে, নিট পিজি পরীক্ষায় উত্তরপত্র লিখে সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে ফোন করা হয় মেমারি পুরসভার হেলথ অফিসার তনবি আজমিকে। গত ১৬ জুলাই রাত ৮টা ৩৫ নাগাদ তাঁর কাছে ফোন আসে। কিন্তু, সেই সময় তিনি কথা ঠিকমতো শুনতে পারছিলেন না বলে ৯টা ৪৯ মিনিট নাগাদ কল ব্যাক করতে বলেন। এরপর ফোনে তাঁকে নিট পিজি উতরে দেওয়ার বিনিময়ে মোটা টাকা চাওয়া হয়। যেখানে বলা হয়, মেডিসিন বিভাগের জন্য ৯০ লাখ, ডার্মাটোলজি বিভাগের জন্য ৭০ লাখ, গাইনোকোলজি বিভাগের জন্য ৬০ লাখ টাকা দিতে হবে। এই ফোন কল রেকর্ড করেন তনবি।

প্রথমে তাঁর সঙ্গে হিন্দিতে কথা বলা হয়। এরপর তিনি বাংলায় স্বচ্ছন্দ্য জেনে তাঁর সঙ্গে বাংলায় কথা বলে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি। ইতিমধ্যেই মেমারি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগকারী চিকিৎসকের বাবা বলেন, ‘এই ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে। প্রশাসনকে গোটা বিষয়টি জানানো হয়েছে। আশা করি সচেষ্ট পদক্ষেপ করা হবে।’ অন্যদিকে,অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের তরফে এই বিষয়ে রাজ্য পুলিশের ডিজিকে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে।

সংগঠনের যুগ্ম সম্পাজক সুবর্ণ গোস্বামী দাবি করেছেন, ‘জেলায় চারজন চিকিৎসককে এই ধরনের ফোন করা হয়েছিল। অবিলম্বে যাতে প্রশাসন কড়া পদক্ষেপ করে তার জন্য আবেদন জানাচ্ছি।’ উল্লেখ্য়, নিটে প্রশ্ন ফাঁস নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছিল গোটা দেশ। মামলার তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। গত মঙ্গলবার এই মামলায় মূল অভিযুক্ত সহ দুই জনকে আটক করেছিল পুলিশ। ঝাড়খণ্ডের হাজারিবাগের ন্যাশানাল টেস্টিং এজেন্সির ট্রাক থেকে প্রশ্নপত্র চুরি হয়েছিল বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। এই তদন্তের মধ্যেই বাংলার চিকিৎসককে ফোনে টোপ দেওয়ার ঘটনায় শোরগোল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *