Roshnai Serial Exclusive : রোশনাই সিরিয়ালের গ্রিনরুম জমজমাট – roshnai serial actors sean banerjee and anushka goswami greenroom funny chat watch exclusive video


বর্তমানে টেলিভিশন জগতে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল রোশনাই। এই সিরিয়ালের মুখ্য চরিত্রে অনুষ্কা গোস্বামী ও শন বন্দ্যোপাধ্যায়। গাঁটছড়া’-তে নায়িকার বোনের চরিত্রে অভিনয় করেছিলেন অনুষ্কা, সেই থেকেই তার পরিচিতি। তবে সেখানে এক্কেবারে অন্যরকম চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে এবার একজন কত্থক নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। তার সাথে মাঝে বেশ খানিকটা ব্রেকের পর ছোট পর্দায় ফিরেছেন শন বন্দ্যোপাধ্যায় (Roshan Exclusive Greenroom)। এই সিরিয়ালের শুরু থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। তাঁদের কেমিস্ট্রি এই মুহূর্তে জমে উঠেছে পর্দায়। পর্দায় তো টানটান উত্তেজনা চলছে। কিন্তু পর্দার বাইরে? সেখানে কী চলে? রোশনাই সিরিয়ালের গ্রিনরুম আড্ডার ভিডিয়ো রইল আপনাদের জন্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *