এরপর আগামী পরশু শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় হতে পারে ভারী বৃষ্টি। এরপর একুশে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাছে। সেক্ষেত্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বেশ ভালো বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। রবিবার ও সোমবার নিম্নচাপের প্রভাব বাড়বে। পাশাপাশই ওডিশাতেও ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এদিকে শহর কলকাতা এধিনে দিনের যে কোনও সময় ‘পাসিং শাওয়ার’ বা বহমান মেঘের কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর শুক্রবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। আগামী বুধবার পর্যন্ত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। বৃহস্পতিবার শহর কলকাতা ও সংলগ্ন এলাায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস ও দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে উত্তরবঙ্গেও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমতে পারে। সেক্ষেত্রে উত্তরের জেলাগুলিতে হতে পারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। এদিন ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। রবিবার থেকে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।