একুশে জুলাইয়ের সভা যোগ দিয়ে এসে দুর্ঘটনার কবলে তৃণমূল সমর্থকরা! আহত ৯ 9 TMC supporters, who came to kolkata to join TMC 21 july meeting injured in an accident at maniktola


রণয় তেয়ারি: হাতে আর মাত্র একদিন। ধর্মতলায় একুশের জুলাইয়ের প্রস্তুতি যখন তুঙ্গে, তখন সমাবেশে যোগ দিতে এসে দুর্ঘটনার কবলে পড়লেন  ৯ জন তৃমমূল সমর্থকরা। সকলেই ভর্তি হাসপাতালে। আহতদের মধ্য়ে এক কিশোর শারীরিক অবস্থা গুরুতর। বাসের জানলার কাঁচ ঢুকে গিয়েছে ঘাড়ে!

আরও পড়ুন:  TMC 21 July Shahid Diwas: ‘৩ জিনিস খুব গুরুত্বপূর্ণ’, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভামঞ্চ পরিদর্শন সিপি-র…

পুলিস সূত্রে খবর, আহতেরা হলেন গোপাল রায়, রিনা দেবনাথ, স্বপন দেবনাথ, দুধ কুমার রায়, স্বপন দেবনাথ,, সরস্বতী রায়, সুবাষ দেবনাথ, সন্দীপ দেবনাথ  ও পুতুল দেবনাথ। আলিপুরদুয়ারের শামুকতলা থানার চাপনি গ্রামের কলকাতায় এসেছেন তাঁরা। বিধাননগরের র সেন্ট্রাল পার্কের শিবিরে ওঠেছেন ওই ৯ তৃণমূল সমর্থক।

ঘড়িতে তখন ১টা। আজ, শুক্রবার দুপুরে একটি বেসরকারি বাসে বিধাননগরের সেন্ট্রাল পার্ক থেকে হাওড়ার দিকে যাচ্ছিলেন ওই ৯ জন। মানিকতলার  ইএম বাইপাস ও স্লিপ রোডের সংযোগস্থলে সেই বাসের সঙ্গে বারাসত-গড়িয়া রুটের আর একটি বেসরকারি বাসের সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার কর প্রথমে   মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যায় পুলিস। পরে সকলকেই স্থানান্তরিত করা হয় এনআরএসে। দুটি বাসের চালককেই আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বাস দুটিও।

এদিকে বিকেলে রীতিমতো নকশা হাতে নিয়ে ধর্মতলায় একুশ জুলাইয়ে সভামঞ্চ পরিদর্শন করেন কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেন, ‘প্রত্যেকবারের মতো এবারও ৩ জিনিস খুব গুরুত্বপূর্ণ। ট্রাফিক ম্যানেজমেন্ট, ক্রাউড কন্ট্রোল এবং সুরক্ষা। অনেক ভিআইপি থাকবেন। তাঁদের নিরাপত্তা পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটে জিনিসের উপর অনেকদিন ধরেই আলোচনা হয়েছে। পরিকল্পনা তৈরি করা হয়েছে। পরিকল্পনা মতোই কাজ হচ্ছে’।

আরও পড়ুন:  Accident: বাস থেকে পড়ে মৃত্যু পড়ুয়ার! ‘পুলিস খবর দেয়নি’, হাসপাতালে বিক্ষোভ পরিবারের..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *