মুক্তি পেল ভিকি কৌশল-তৃপ্তি দিমরি-অ্যামি উইর্কের ছবি ব্য়াড নিউজ। তারই স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন হয়েছিল বৃহস্পতিবার রাতে। মাল্টিপ্লেক্সে তখন তারকার মেলা। মাধুরী দীক্ষিত থেকে শুরু করে আরও অনেক নায়িকা এদিন হাজির হয়েছিলেন এই বিশেষ স্ক্রিনিংয়ে। এই ছবির ট্রেলার থেকে শুরু করে গান দর্শকের মন জয় করেছে। এই ছবির প্রচারে দেশের নানা জায়গায় অক্লান্ত পরিশ্রম করেছেন ভিকি কৌশল সহ পুরো টিম। এবারে অবশেষে আজ রিলিজ করতে চলেছে এই সিনেমা। এই স্পেশাল স্ক্রিনিংয়ে কারা কারা ধরা দিলেন আমাদের লেন্সে? আসুন দেখে নিন এই ভিডিয়ো।