Chicken Price : অগ্নিমূল্য সবজির পর এবার কি দাম বাড়বে মুরগির মাংসেরও – chicken meat price also increase after vegetables price in west bengal watch video


সবজির চড়া দাম। টাস্ক ফোর্স নামানোর পরও সেভাবে আয়ত্তে আসেনি দাম। এর মাঝে মধ্যবিত্তের চিন্তা বাড়াচ্ছে মুরগির মাংসের দাম। সপ্তাহান্তে বা ডায়েট মেনুতে সবচেয়ে পছন্দের মুরগির মাংস পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ ধর্মঘটের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। ফলে বৃহস্পতিবারের পর থেকে মুরগীর মাংসের যোগান নিয়ে চিন্তা। জানা গিয়েছে, রাতে মুরগির গাড়ি নিয়ে ফেরার সময় পুলিশের অতিরিক্ত তোলা আদায়ের দাবি মেটাতে না পারায় বেধড়ক মারধর করা হয় মুরগির গাড়ি চালককে। আর এরই প্রতিবাদে সংগঠনের তরফ থেকে আলোচনা করে রাজ্যব্যাপী ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে মুরগীর দাম বাড়বে বলে আশঙ্কা করছেন ক্রেতারা। আশঙ্কায় বিক্রেতারাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *