বর্ষা ঢুকতেই মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। ইতিমধ্যেই রাজ্য় সরকারের তরফে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ১৮ জুলাই, বৃহস্পতিবার ডেঙ্গি প্রতিরোধে সচেতনতা শিবিরের আয়োজন হয়েছিল হলদিয়ায়। হলদিয়া উন্নয়ন পরিষদের উদ্যোগে হলদিয়ার দুর্গাচকে ও সিটি সেন্টারে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ডেঙ্গি দমনে চাষ হচ্ছে গাপ্পি মাছের। জলাশয়ে প্রায় ৫ হাজার গাপ্পি মাছও ছাড়া হয়েছে এদিন। এই মাছ মশার লার্ভা খেয়ে মশার বংশ বিস্তার রোধ করে। জল জমে থাকার ড্রেনগুলিতে ও জলাশয়ে প্রায় ৫ হাজার গাপ্পি মাছ ছাড়া হয়। এর সাথে কিছু তেলাপিয়া মাছ ও ছাড়া হয়। গপ্পি মাছ ছাড়লেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, হলদিয়া উন্নয়ন পর্ষদের সিইও সুধীর কন্থাম সহ অন্যান্য আধিকারিকেরা। বর্ষা এখনও সেভাবে নামেনি। বর্ষা আসার আগেই হলদিয়া উন্নয়ন পর্ষদের এই উদ্যোগকে সাধুবাদ এলাকার মানুষের।