Police Clearance Certificate Online,অনলাইনেই মিলবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, কীভাবে আবেদন করবেন? – police clearance certificate can be apply online know how


এবার অনলাইনেই মিলবে ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট'(PCC)। উপযুক্ত নথিপত্র জমা দিয়ে নিয়ম মোতাবেক অনলাইন আবেদনের পর মিলবে এই শংসাপত্র। আবেদন ফি ৩০০ টাকা । আবেদনকারীর বিরুদ্ধে কোনও ক্রিমিনাল রেকর্ড নেই, তার উপর শিলমোহর এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। বিদেশে পড়াশোনা, চাকরি বা সেই দেশের নাগরিকত্ব পাওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য বাধ্যতামূলক এই শংসাপত্র। এবার অনলাইনেই আবেদন করা হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য। বিদেশে বসেও এই আবেদন করা সম্ভব।আগে কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের ক্ষেত্রে অনলাইনে এই শংসাপত্র পাওয়া যেত। পশ্চিমবঙ্গ পুলিশের আওতাধীন এলাকার ক্ষেত্রে ম্যানুয়ালি পাওয়া যেত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এবার থেকে এই সার্টিফিকেটের জন্য অনলাইনেই আবেদন করা সম্ভব। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে একটি অনলাইন পোর্টাল তৈরি করা হয়েছে। https://pcc.wb.gov.in/ -পোর্টালটিতে ৩০০ টাকা দিয়ে আবেদন করা সম্ভব হবে।

কীভাবে আবেদন?

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট-এর আবেদনের জন্য https://pcc.wb.gov.in/ সাইটটিতে ঢুকে ‘অ্যাপ্লাই ফর পিসিসি’-তে ক্লিক করতে হবে। সেখানে আবেদনকারী নিজের নম্বর দেওয়ার পর তাতে একটি ওটিপি যাবে। এরপর ‘নিউ অ্যাপ্লিকেশন’ নামক অপশন-এ ক্লিক করলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট-এর জন্য আবেদনকারীর আধার নম্বর দিতে হবে। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার পর নির্ধারিত অর্থ অর্থাৎ ৩০০ টাকা জমা দিতে হবে। আবেদন করার পর সার্টিফিকেট পাওয়ার আগে পর্যন্ত প্রসেস বা পদ্ধতি কতদূর এগোল, তাও জানা যাবে এই পোর্টালের মধ্য দিয়েই। এক্ষেত্রে ‘চেক অ্যাপ্লিকেশন স্টেটাস’-এ ক্লিক করতে হবে।

এই পোর্টাল থেকেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডাউনলোড করাও সম্ভব হবে। পুরো প্রক্রিয়াটি অনলাইনে হওয়ায় তা যেমন স্বচ্ছ হবে, তেমনই আবেদন প্রক্রিয়াটি কোন অবস্থায় রয়েছে, তার স্টেটাস কী! এই সমস্ত বিষয়ও জানা সম্ভব হবে।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বিদেশ, এমনকী দেশেও বিভিন্ন চাকরির জন্য বাধ্যতামূলক। অনলাইনেই এই সার্টিফিকেটের আবেদন করার জন্য পোর্টালটি চালু হওয়ায় উপকৃত হবেন অনেকেই, মনে করা হচ্ছে এমনটাই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *