Sarabdi Roy : ‘কর্মীদের জন্যই জয়’ ধন্যবাদ জানিয়ে নতুন যাত্রা শুরুর ডাক শতাব্দীর – trinamool leader satabdi roy at the felicitation meeting in siuri mohammad bazar watch video


সিউড়ীর মহম্মদবাজারে সম্বর্ধনা সভায় তৃণমূল নেত্রী শতাব্দী রায়। এদিন শতাব্দী বলেন, লোকসভা ভোট সবাই নিজের মতো করেছে। ভোটের আগে কর্মী সম্মেলনে গিয়ে আক্ষেপের সুরে শতাব্দী বলেছিলেন পঞ্চায়েত, পুরসভা ভোটে নিজের বা আত্মীয়দের জেতানোর জন্য যে কাজ করে লোকসভা ভোটে সেটা করে না। কিন্তু লোকসভায় বিপুল ভোটে জেতার পর ভোল বদল করেছেন শতাব্দী রায়। তবে যেভাবে ভোট প্রচারে গিয়ে উন্নয়ন নিয়ে ক্ষোভের মুখে পরতে হয়েছে তার থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই সতর্কবানী শোনালেন শতাব্দী। তিনি বলেন, বারবার জয়ী হওয়া মানে দায়িত্ব বেড়ে যাওয়া। যে টাকা সাংসেন করা হবে সেই কাজ তাড়াতাড়ি করতে হবে। ১৫ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি আগে বলেন কাজ করব। কিন্তু সেটা করেননা। আমি বারবার বলে যায় কাগজ দাও। টাকা ফেরত গেলে লোকের কাছে আপনাদের কৈফিয়ত দিতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *