Shieladitya Moulik Surjo Exclusive : ‘দর্শক কিন্তু খুব কড়া নজরে দেখছেন’, সূর্য নিয়ে অকপট শিলাদিত্য – surjo cinema director shieladitya moulik talks about the film watch exclusive video


শিলাদিত্য মৌলিকের নতুন ছবি ‘সূর্য‘। ‘দর্শক কিন্তু খুব কড়া নজরে দেখছেন’, সূর্য নিয়ে অকপট পরিচালক। বিক্রম চট্টোপাধ্যায় ফিরছেন ‘সূর্য’ হয়ে। পারিয়া সিনেমার ইতিমধ্যেই বিক্রমের নতুন ছবি ‘সূর্য’-এর ট্রেলার প্রকাশ্যে এসে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে গল্পের ‘সূর্য’ আকাশের সূর্যের মতোই নিজে পুড়ে গিয়ে সবার জীবনে আলো ছড়ায়। আর বাস্তব জীবনেও যেন সেই ছবি ধরা পড়ল (Vikram Chatterjee cinema)। পুরো ‘সূর্য’-এর টিমকে নিয়ে বিক্রম চট্টোপাধ্যায় ছবি মুক্তির আগে পৌঁছে গেলেন অনাথ শিশুদের সঙ্গে সময় কাটাতে। সঙ্গে ছিলেন ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক ও অভিনেত্রী দর্শনা বণিক। সূর্য সিনেমা নিয়ে পরিচালক শিলাদিত্য মৌলিক কী বলছেন? আসুন দেখে নিন এই এক্সক্লুসিভ ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *