Tamluk Trees Plantation : গাছ লাগিয়ে প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ার বার্তা – planting trees to create plastic free environment at purba medinipur watch video


পরিবেশ দূষণের একটি অন্যতম বড় কারণ প্লাস্টিক। পরিবেশকে ক্রমশ বড় ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে প্লাস্টিক। অন্যদিকে, বিশ্ব উষ্ণায়নের জেরে ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রা। উষ্ণায়নের হাত থেকে বিশ্বকে রক্ষা করার একমাত্র উপায় বৃক্ষরোপণ। আর তাই প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়তে এবং বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে বাঁচাতে তমলুকে নিমতৌড়িতে জেলা প্রশাসনিক ভবনে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছলেন পূর্ব মেদিনীপুর তথা বাংলার গর্ব দয়ানন্দ গরানি। তাঁকে এখানে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। পরিবেশকে রক্ষা করতে তাঁকে এদিন গাছ লাগাতেও দেখা গিয়েছে। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *