TMC 21 July Rally : একুশে সভা নিয়ে সতর্ক পুলিশ থেকে দমকল, পরিদর্শনে নগরপাল – vineet kumar goel inspected the arrangements of tmc martyrs memorial meeting on 21 july watch video


একুশে তৃণমূলের শহিদ স্মরণ সভার ব্যবস্থা ও অগ্নিসুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে হাজির হলেন নগরপাল বিনীত কুমার গোয়েল এবং ডিরেক্টর অফ ফায়ার অভিজিৎ পাণ্ডে। হাতে মোটে পড়ে একদিন। তাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভামঞ্চ বাঁধার কাজ চলছে জোরকদমে। বৃষ্টির মধ্যেই চলছে কাজ। যুদ্ধকালীন তৎপরতায় মঞ্চ প্রস্তুতির সঙ্গে অগ্নি নির্বাপন বিধি মেনেই করা হচ্ছে ব্যবস্থা। সেই ব্যবস্থা খতিয়ে দেখতেই ধর্মতলার মঞ্চে পৌঁছলেন ডিরেক্টর অফ ফায়ার অভিজিৎ পাণ্ডে। মঞ্চ সহ আশপাশের স্থানও ঘুরে দেখলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। তিনি একইসঙ্গে জানালেন, কী ভাবে একুশে ভিড় সামলাবে কলকাতা পুলিশ। একইসঙ্গে বৃষ্টি হলে কী ব্যবস্থা নেবে পুলিশ তারও ব্লু প্রিন্ট রেডি। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *