বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব বেশ কয়েক দিন ধরেই। ‘সব কা সাথ, সব কা বিকাশ বন্ধ কর’, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে শোরগোলও পড়ে গিয়েছিল বিভিন্ন মহলে। এই নিয়ে বঙ্গ বিজেপিতে তোলপাড় হয়েছিল। কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলগুলি। কিন্তু শুভেন্দু সুকান্তের মধ্যে দ্বন্দ্ব যত দিন যাচ্ছে ততই বীড়তে থাকছে। এই প্রসঙ্গে মুখ খুলেছেন কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারীকে সুকান্ত ভয় পায় বলে দাবি করেন তিনি। আর কী কী বলেছেন তিনি? আসুন দেখে নিন এই ভিডিয়ো।