TMC 21 July Shahid Diwas: ধর্মতলার সমাবেশে যোগ দিতে সাইকেলে রায়গঞ্জ to কলকাতা – tmc martyrs day 2024 updates five youths came from raiganj by cycle to join tmc 21 july rally watch video


রাত পোহালেই ২১ জুলাইয়ের সমাবেশ। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। হাওড়া স্টেশনে শনিবার সকালেই ভিড় ছিল চোখে পড়ার মতো। তৃণমূলের পতাকা হাতে কর্মী সমর্থকদের ছবি ধরা পড়েছে। অন্যদিকে, সভার প্রস্তুতিও চলছে জোরকদমে। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভামঞ্চ প্রায়। শুক্রবারই ধর্মতলায় সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। পৌঁছলেন ডিরেক্টর অফ ফায়ার অভিজিৎ পাণ্ডে। ২১ জুলাই কড়া নিরাপত্তায় মোড়া থাকবে ধর্মতলা চত্বর। আর তৃণমূলের এই সমাবেশে যোগ দিতেই রায়গঞ্জ থেকে সাইকেলে কলকাতায় এসে হাজির হয়েছেন ৫ যুবক। তৃণমূলের কর্মী-সমর্থকদের যাতে ধর্মতলা যেতে অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে ব্যবস্থা করা হয়েছে বাসেরও। তবে এই ৫ যুবক অবশ্য সাইকেলেই যাবেন ধর্মতলা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *