২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় এসে হাজির হয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। হাওড়া স্টেশনে শনিবার সকালেই ভিড় ছিল চোখে পড়ার মতো। তৃণমূলের পতাকা হাতে কর্মী সমর্থকদের ছবি ধরা পড়েছে। অন্যদিকে, সভার প্রস্তুতিও চলছে জোরকদমে। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভামঞ্চ প্রায়। শুক্রবারই ধর্মতলায় সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। পৌঁছলেন ডিরেক্টর অফ ফায়ার অভিজিৎ পাণ্ডে। ২১ জুলাই কড়া নিরাপত্তায় মোড়া থাকবে ধর্মতলা চত্বর। উত্তরবঙ্গ থেকে আগত তৃণমূলের কর্মী-সমর্থকদের জন্য সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেই সেন্ট্রাল পার্কেই গিয়েছিলেন সুজিত বসু। কী বলেছেন তিনি শুনে নেব।