Abhishek Banerjee : ‘পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হলে ধর্মেন্দ্র প্রধানকে ধরা হল না কেন?’ – tmc 21 july shahid diwas rally abhishek banerjee demands arrest of dharmendra pradhan over neet scam watch video


২১ জুলাইয়ের মঞ্চ থেকে নিট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তুলনা টানলেন ধর্মেন্দ্র প্রধানের। মানুষকে হেনস্থা করার অভিযোগ তুললেন অভিষেক। তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নিশানায় বিজেপি। অভিষেকের মুখে এদিন ফের শোনা যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথা। উঠে আসে নিট কেলেঙ্কারির প্রসঙ্গও। দুই ইস্যু ধরেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ করেন তিনি। সাম্প্রদায়িক বিভাজনের প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণও করেন পদ্ম শিবিরকে। তবে সব কিছুর মধ্যে ধর্মেন্দ্র প্রধানকে আক্রমণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের।আসুন দেখে নিন এই ভিডিয়ো বিস্তারিত জানতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *