Abhishek Banerjee : ভোটের পর কেন রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি অভিষেককে? জানা গেল কারণ – tmc 21 july shahid diwas abhishek banerjee reveals why he took short break after lok sabha election 2024 watch video


অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত ১ মাসেরও বেশি সময় ধরে রাজনৈতিক মহলে দেখা যায়নি। দলের কোনও কর্মসূচিতে ছিলেন না তিনি। এই সময়ে সবটাই সামলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের অন্যান্য নেতারা। এমনকী চার কেন্দ্রের উপনির্বাচনেও অভিষেক ছিলেন না কোথাও। সমস্ত রাজনৈতিক জল্পনার অবসান ঘটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশের মঞ্চে নির্ধারিত সময়েই তাঁকে দেখা গেল (Abhishek Banerjee Latest News)। বক্তব্য রাখতে উঠে জানালেন তাঁর এই সাময়িক বিরতির কথা। ব্যাখ্যা দিলেন এই বিরতির। কেন অন্তরালে ছিলেন দেড় মাস? জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি ২১ জুলাইয়ের মঞ্চ থেকে? আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *