Abhishek Banerjee TMC 21 July : ‘আমাদের আরও বিনয়ী হতে হবে, আত্মতুষ্টির জায়গা নেই’ বার্তা অভিষেকের – tmc martyrs day 21 july abhishek banerjee gives message for party workers and supporters from shahid diwas rally watch video


২১ জুলাইয়ের মঞ্চ থেকে লোকসভা ভোটের ফল নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি কর্মী সমর্থকদেরও সতর্কবার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তিনি বলেন যে, ‘আমাদের আরও বিনয়ী হতে হবে, আত্মতুষ্টির জায়গা নেই’। আগামী দিনে পার্টির কর্মীদের আরও বিনয়ী হতে বললেন তিনি। আর কী কী বললেন তিনি? আসুন দেখে নিন এই ভিডিয়ো (Abhishek Banerjee 21 July Rally)। ২১ জুলাই, রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মাতলায় আসতে শুরু করেছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তারপর বৃষ্টি মাথায় নিয়েই শুরু হয় সভা। সভা শুরুর সময় ১২টা হলেও সকাল থেকেই ভিড়ে ছয়লাপ ছিল গোটা ধর্মতলা চত্বর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিয়ো রইল আপনাদের জন্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *