সম্প্রতি হওয়া লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে ফের সংসদে গিয়েছেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ নেতারা। রবিবার ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে তাঁরা উপস্থিত ছিলেন। আর সেই মঞ্চ থেকেই নবীন-প্রবীণ নিয়ে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে তৃণমূলের ভাল ফলের কথা উল্লেখ করে দলকে আরও এগিয়ে যেতে হবে বলে বার্তা দিলেন তিনি। আর সেই কাজে নবীন-প্রবীণদের হাতে হাত ধরে চলার কথা বললেন তিনি। অভিষেক বলেন, ‘পুরনো যাঁরা আছেন, তাঁদের নতুনদের নিয়ে পথে নেমে দলকে আরও শক্তিশালী করতে হবে। মাঠে নেমে লড়াই করতে হবে। সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ-উদ্দীপনা। দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটি কুসুম।’ কর্মীদের আত্মতুষ্টির বদলে জনতার সেবায় মন দেওয়ার নিদান দিলেন তিনি। একুশের মঞ্চ থেকে বারংবার কর্মীদের সংযত থাকার বার্তা দেব তিনি। কাজ না করলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।