এছাড়া রবিবার দিনভর শহরে ভারী গাড়ি চলাচল বন্ধ রাখা হচ্ছে। ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কোনও ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করবে না। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে বেশ কিছু গাড়ি ছাড় দেওয়া হয়েছে। অক্সিজেন সিলিন্ডারের গাড়ি, ওষুধ, সবজি, ফল এবং দুধ, গ্যাস সিলিন্ডারের গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
পার্কিং বন্ধ কোথায়?
বেশ কিছু রাস্তায় পার্কিং বন্ধ রাখা হচ্ছে। এর মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মধ্যে এবং কাছাকাছি এলাকায় গাড়ি পার্কিং করা যাবে না। এজেসি বোস রোডের কিছু অংশে, হেস্টিংস ক্রসিং এবং ক্যাথিড্রাল রোডের মধ্যবর্তী এলাকায়, এমনকি হসপিটাল রোড, কুইন্স ওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেন সহ একাধিক জায়গায় গাড়ি পার্কিং বন্ধ রাখা হচ্ছে রবিবার।
প্রতি বছরের ন্যায় এবারেও ২১ জুলাই শহিদ সমাবেশের আয়োজন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এবারেও যানজট এড়াতে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। তবে তৃণমূল কংগ্রেসের মিছিল যে রাস্তাগুলি দিয়ে আসবে, সেই রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। যদিও, দিনভর ধর্মতলার আশেপাশে যানজট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
মিছিল কোন পথে যাবে?
হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজ, ব্রেবর্ন রোড, নিউ সিআইটি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি চক, এসএন ব্য়ানার্জি রোড হয়ে মিছিল যাবে সভাস্থলে। অন্যদিকে, শ্য়ামবাজার থেকে আসা মিছিল সেন্ট্রাল অ্য়াভিনিউ, চাঁদনি চক, এসএন ব্য়ানার্জি রোড পৌঁছবে ধর্মতলায়। এদিকে, দক্ষিণ কলকাতার মিছিল আসবে আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে ধর্মতলায়। শিয়ালদা থেকে আসা মিছিল এপিসি রোড, মৌলালি, এসএন ব্য়ানার্জি রোড হয়ে যাবে ধর্মতলায়।