Kolkata Traffic Update : তৃণমূলের শহিদ দিবসে শহরে যান নিয়ন্ত্রণ, বন্ধ কোন কোন রাস্তা? – 21 july tmc rally will affect traffic movement informed by kolkata police


রবিবার সকাল থেকেই কাতারে কাতারে মানুষ আজ ধর্মতলামুখী। একাধিক মিছিল তৃণমূল কংগ্রেসের শহিদ সমাবেশের দিকে এগোতে শুরু করেছে। মহা সমাবেশের জন্য রবিবার দিনভর কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। ছুটির দিন গাড়ির চাপ কম থাকলেও শহরের একাধিক রাস্তায় যান চলাচলের উপর প্রভাব পড়বে।কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবি গাঙ্গুলি স্ট্রিটে পূর্ব থেকে পশ্চিমে, বেন্টিঙ্ক স্ট্রিট থেকে দক্ষিণ থেকে উত্তরে, নিউ সিআইটি রোডে পশ্চিম থেকে পূর্বে, আর্মহার্স্ট স্ট্রিটের উত্তর থেকে দক্ষিণে, কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত বিধান সরণিতে দক্ষিণ থেকে উত্তরে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। এর পাশাপাশি কলেজ স্ট্রিটে দক্ষিণ থেকে উত্তরে, ব্রেবর্ন রোডে উত্তর থেকে দক্ষিণে, হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত, স্ট্র্যান্ড রোডে দক্ষিণ থেকে উত্তরে এবং বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত, এমনকি রবীন্দ্র সরণিতে দক্ষিণ থেকে উত্তরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এছাড়া রবিবার দিনভর শহরে ভারী গাড়ি চলাচল বন্ধ রাখা হচ্ছে। ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কোনও ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করবে না। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে বেশ কিছু গাড়ি ছাড় দেওয়া হয়েছে। অক্সিজেন সিলিন্ডারের গাড়ি, ওষুধ, সবজি, ফল এবং দুধ, গ্যাস সিলিন্ডারের গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।


পার্কিং বন্ধ কোথায়?

বেশ কিছু রাস্তায় পার্কিং বন্ধ রাখা হচ্ছে। এর মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মধ্যে এবং কাছাকাছি এলাকায় গাড়ি পার্কিং করা যাবে না। এজেসি বোস রোডের কিছু অংশে, হেস্টিংস ক্রসিং এবং ক্যাথিড্রাল রোডের মধ্যবর্তী এলাকায়, এমনকি হসপিটাল রোড, কুইন্স ওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেন সহ একাধিক জায়গায় গাড়ি পার্কিং বন্ধ রাখা হচ্ছে রবিবার।

TMC 21 July Rally : একুশে সভা নিয়ে সতর্ক পুলিশ থেকে দমকল, পরিদর্শনে নগরপাল

প্রতি বছরের ন্যায় এবারেও ২১ জুলাই শহিদ সমাবেশের আয়োজন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এবারেও যানজট এড়াতে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। তবে তৃণমূল কংগ্রেসের মিছিল যে রাস্তাগুলি দিয়ে আসবে, সেই রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। যদিও, দিনভর ধর্মতলার আশেপাশে যানজট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

রবিবার হওয়ায় বাস-শূন্য শহরে প্রভাব পড়বে না, দাবি সংগঠনের
মিছিল কোন পথে যাবে?

হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজ, ব্রেবর্ন রোড, নিউ সিআইটি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি চক, এসএন ব্য়ানার্জি রোড হয়ে মিছিল যাবে সভাস্থলে। অন্যদিকে, শ্য়ামবাজার থেকে আসা মিছিল সেন্ট্রাল অ্য়াভিনিউ, চাঁদনি চক, এসএন ব্য়ানার্জি রোড পৌঁছবে ধর্মতলায়। এদিকে, দক্ষিণ কলকাতার মিছিল আসবে আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে ধর্মতলায়। শিয়ালদা থেকে আসা মিছিল এপিসি রোড, মৌলালি, এসএন ব্য়ানার্জি রোড হয়ে যাবে ধর্মতলায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *