Mamata Banerjee TMC Shahid Diwas: ‘মালদার আম-আমসত্ত্ব ২০২৬-এ পাবই’ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের – tmc 21 july shahid diwas cm mamata banerjee is determind about winning malda in wb assembly election 2026 watch video


২১ জুলাই, রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মাতলায় আসতে শুরু করেছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তারপর বৃষ্টি মাথায় নিয়েই শুরু হয় সভা। সভার শেষ বক্তা হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২০২৬-এ মালদার আম-আমসত্ত্ব আমরা পাবই।’ রবিবার ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে এমনই দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন যে, ‘উত্তরবঙ্গে আমাদের খুব ভালো ফল হয়নি। আমি ধন্যবাদ জানাচ্ছি কোচবিহার, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মানুষকে। মালদা লোকসভা নির্বাচনে আমরা জিতিনি, আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, হয়ত আমাদেরই দুর্ভাগ্য। ভুল বুঝিনি আমি, আমি বিশ্বাস করি যে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদার আম-আমসত্ত্ব আমরা পাবই।’ আসুন বিস্তারিত দেখে নিন এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *