শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। শক্তিগড়ের উপর দিয়ে যাতায়াতের পথে লোভনীয় এই মিষ্টি কিনে থাকেন অনেকেই। অনেকেতো আবার দোকানে বসেই এক দুটো পোড়েন। তবে যে ল্যাংচা খাচ্ছেন, তা স্বাস্থ্যকরতো। গত বৃহস্পতিবার থেকেই শক্তিগড়ের একাধিক ল্যাংচার দোকানে হানা দেয় ক্রেতা সুরক্ষা দপ্তর ও লিগ্যাল মেট্রোলজি দফতরের আধিকারিকেরা। আর তারপরেই দেখা যায় মাটিতে পুঁতে ফেলা হচ্ছে হাজার হাজার ল্যাংচা, কিন্তু কারণটা কী? স্বাস্থ্য দফতরের আধিকারিক সুবর্ণ গোস্বামী কী বললেন? আসুন দেখে নিন এই ভিডিয়ো।