TMC 21 July Dengue Awareness: বর্ষা আসতেই ডেঙ্গি আতঙ্ক, একুশের মঞ্চে সচেতনতায় হাজির খোদ ‘মশা’! – tmc martyrs day 2024 a person dressed like mosquito for dengue awareness message during 21 july watch video


ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ যেন বঙ্গের চালচিত্র। জোড়াফুল শিবিরের মঞ্চ থেকে দলীয় বার্তা ছাড়াও সভায় দেখা মেলে বঙ্গজীবনের একাধিক সমস্যা ও সমাধানের ছবি। বিভিন্ন বার্তা নিয়ে হাজির কর্মী সমর্থকদের একাংশ। তৃণমূলের শহিদ সমাবেশে যোগ দিতে সকাল থেকেই জেলা থেকে হাজার হাজার তৃণমূল সমর্থক এসে পৌঁছছেন শহরে। শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে যেমন আসছেন কর্মী সমর্থকেরা। তেমনি শহরের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে জোড়াফুল শিবিরের কর্মীরা এসে পৌঁছছেন ধর্মতলায়। তেমনি পশ্চিম মেদিনীপুর থেকে বিশেষ সাজে বিশেষ বার্তা নিয়ে হাজির হয়েছেন এক ব্যক্তি। মানুষ সচেতন হলেই ডেঙ্গি মুক্ত হতে পারে বাংলা, সরকারের প্রচেষ্টা সত্ত্বেও অসচেতনার অভাবেই বাড়ছে ডেঙ্গি। সচেতনতার বার্তা নিয়ে ডেঙ্গি মশা সেজে হাজির খোদ তৃণমূল সমর্থক। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *