একুশের সভায় এবার মন জয় করল এক শিল্পীর কীর্তি। উত্তর ২৪ পরগণার শিল্পী রাখাল নিজে হাতে বানিয়েছেন দারুণ দেখতে এক টুপি যার থিম লক্ষ্মী ভাণ্ডার। কী নেই তার পসরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রাখি থেকে খেলা হবে ওয়াল হ্যাংঙ্গিন। সভায় যোগ দিতে এসে যেই না সমর্থকদের চোখ পড়ল এমন মিষ্টি শিল্পকীর্তিতে, যে হট কেকের মতো বিক্রি হল তাঁর তৈরি করা জিনিস। কেউ আবার কিনতে না পারলেও চোখ ভরে দেখলেন শিল্পীর শিল্পকীর্তি। প্রশংসায় পঞ্চমুখ সকলেই। আসুন দেখে নিন এই ভিডিয়ো।