TMC Martyrs Day 21 July: সুপারস্টার লক্ষ্মী ভাণ্ডার টুপি,মমতা রাখি থেকে ছবির পসরা ধর্মতলায় – tmc shahid diwas 21 july rally lakshmir bhandar hat and other tmc merchandise made by north 24 parganas artist receive huge appreciation


একুশের সভায় এবার মন জয় করল এক শিল্পীর কীর্তি। উত্তর ২৪ পরগণার শিল্পী রাখাল নিজে হাতে বানিয়েছেন দারুণ দেখতে এক টুপি যার থিম লক্ষ্মী ভাণ্ডার। কী নেই তার পসরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রাখি থেকে খেলা হবে ওয়াল হ্যাংঙ্গিন। সভায় যোগ দিতে এসে যেই না সমর্থকদের চোখ পড়ল এমন মিষ্টি শিল্পকীর্তিতে, যে হট কেকের মতো বিক্রি হল তাঁর তৈরি করা জিনিস। কেউ আবার কিনতে না পারলেও চোখ ভরে দেখলেন শিল্পীর শিল্পকীর্তি। প্রশংসায় পঞ্চমুখ সকলেই। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *