পানিহাটির ফেরিঘাট থেকে সভা স্থলে যাবার প্রস্তুতি তৃণমূল কর্মীদের। ঘাটকে সাজানো হয়েছে দলিও পতাকা দিয়ে।একে একে কর্মীরা আসতে শুরু করেছে পানিহাটি ফেরিঘাটে। পানিহাটি ফেরিঘাট থেকে ধর্মতলার পথে, জলপথে ধর্মতলার উদ্দেশে যাত্রা শুরু শুরু করেন তৃণমূল সমর্থকরা। ২১-এর সমাবেশে যোগ দিতে দলে দলে জলপথে তৃণমূল সমর্থক থেকে কর্মীরা যাত্রা শুরু করেন। গঙ্গার পুজো দিয়ে যাত্রা শুরু করেন তাঁরা। ২১ জুলাই, রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মাতলায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। আসুন দেখে নিন এই ভিডিয়ো।