সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকারের পর ফের নবনির্বাচিত বিধায়কদের শপথ নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। তবে এবার জটিলতা কাটাতে উদ্যোগী হয়েছে স্বয়ং বিধানসভার স্পিকার। সূত্রের খবর, রাজভবনকে চিঠি লিখেও কোনও ইতিবাচক উত্তর মেলেনি। ফলে রীতি মেনে শপথের উদ্যোগ নিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার অধিবেশন। মঙ্গলবার অধিবেশনে একগুচ্ছ কর্মসূচির সঙ্গেই হবে চার নবনির্বাচিত বিধায়ক সুপ্তি পাণ্ডে, কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী ও মধুপর্ণা ঠাকুরের শপথ গ্রহণ হতে চলেছে। পাশাপাশি এদিন উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আসুন দেখে নিন এই ভিডিয়ো।