Gajan festival : বছরের প্রাচীন ধর্মরাজের গাজন উৎসবে মেতে বেলিয়াতোড় – five hundred years old dharmaraj gajan utsav celebrate in bankura beliatore watch video


প্রায় ৫০০ বছরের প্রাচীণ ধর্মরাজের গাজন ঘিরে উৎসবের চেহারা বড়জোড়ার বেলিয়াতোড়ে। ধারাবাহিকতা মেনে গুরু পূর্ণিমার দিন থেকেই এই মেলা শুরু হলো। এদিন মহাদানা ঠাকুর, স্বরূপ নারায়ণ জীউ ও ধর্মরাজ জীউ কাঠের ঘোড়ায় চাপিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হন। ধর্মরাজের এই গাজনকে ঘিরে নানান লোকশ্রুতি আছে। তার মধ্যে অন্যতম হলো প্রায় ৫০০ বছর আগে এই গ্রামের ধর্মরাজ পাল নামে এক ব্যক্তি রানীগঞ্জে ব্যবসার কাজে গেছলেন। পরে বাড়ি ফেরার পথে দামোদর নদী থেকে বিশেষ এক ধরণের পাথর পান। পরে স্বপ্নাদেশ পেয়ে গ্রামবাসীদের সহযোগীতায় পুজো শুরু হয়। গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে, বছরের বাকি সময় কর্মক্ষেত্রে গ্রামের বাইরে থাকলেও ধর্মরাজের গাজন উপলক্ষ্যে এই সময়টাতে প্রত্যেকেই বাড়িতে আসার চেষ্টা করেন। সকলের সম্মিলীত উপস্থিতিতে জমে ওঠে ধর্মরাজের গাজন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *