Hooghly News,রাস্তায় জড়ো করা স্টোনচিপে ধাক্কা, হুগলিতে পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশ কর্মীর – policeman death in a road accident at hooghly


ডিউটি করে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। মৃত পুলিশ কর্মীর নাম কৃষ্ণচন্দ্র মালিক (৫৫)। তিনি হুগলির চন্দননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। উত্তরপাড়া ট্রাফিকে পোস্টিং ছিল তাঁর।জানা গিয়েছে, রবিবার ২১ জুলাই অনেক রাত পর্যন্ত ডিউটি করে বাইক চালিয়ে দাদপুরে নিজের বাড়ি ফিরছিলেন কৃষ্ণচন্দ্র। পোলবা থানার সুগন্ধার গোটু ফুটবল মাঠের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর বাইক। এই বিষয়ে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাস্তার পাশে হাইড্রেন তৈরির জন্য স্টোনচিপ জড়ো করা ছিল। সেই স্টোনচিপে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন ওই পুলিশ কর্মী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

অনুপকুমার মালিক নামে এক ব্যক্তি বলেন, ‘নিকাশি নালা তৈরির জন্য এখানে পাথর ও বালি ফেলে রেখেছে। ফলে যাতায়াতে রোজই অসুবিধা হচ্ছে। জ্যাম হয়ে যাচ্ছে। রাত্রিবেলা আরও বেশি অসুবিধা হচ্ছে। গতকাল (রবিবার) রাতে দেখলাম একটা বাইক এখান দিয়ে যাওয়ার সময় পড়ে গেল। সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ল। আমরা গিয়ে দেখলাম প্রচুর রক্ত পড়ে রয়েছে।’

এর আগে গত মাসে হাওড়ার সাঁতরাগাছি স্টেশনের কাছে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক ট্র্যাফিক পুলিশ কর্মীর। ঘটনায় ঘাতক বাসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাওড়ার সাঁতরাগাছি স্টেশনের সামনেই বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর। অভিযোগ, পার্কিংয়ের সময় সচিন রজক নামে ওই ট্রাফিক পুলিশ কর্মীর উপর দিয়ে চলে যায় বাসটি। গুরুতর আহত অবস্থায় সচিনকে উদ্ধার করে আন্দুলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এরপরেই উত্তেজিত জনতা ভাঙচুর চালায় ঘাতক বাসটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জগাছা থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *