Madhuparna Thakur : কনিষ্ঠ তৃণমূল বিধায়ক, জায়গা করে নিলেন মঞ্চে – bagdah tmc leader madhuparna thakur at 21 july 2023 tmc rally watch video


সদ্য সমাপ্ত উপনির্বাচনে বাগদা বিধানসভা কেন্দ্রে জিতে দেশের সর্বকনিষ্ঠ বিধায়ক হয়েছেন বনগাঁর ঠাকুর পরিবারের সদস্যা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। ২১ জুলাইয়ের মঞ্চে প্রথম বক্তৃতার সুযোগ পেয়ে তাঁর নিশানায় তুতো দাদা তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। আগামী লোকসভা নির্বাচনে দাদাকে ‘ঘরে বসে থাকার’ পরামর্শ দিলেন তিনি। মুধুপর্ণা বলেন, ‘ওঁর এমনিই ডায়াবেটিস আছে। এত চাপ তিনি নিতে পারবেন না। আগামী লোকসভায় আপনার যত চাপ আছে আমায় দিয়ে দিন, আপনার জন্য আপনার বোন গোটা বাংলা ঘুরবে, আপনাকে আর কষ্ট করতে হবে না। আপনি ঘরে বসে থাকুন, আপনার জন্য আপনার বোন কষ্ট করবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *