Weather Today,সপ্তাহের শুরুতেই দুই বঙ্গে প্রবল বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টির ঘাটতি কমবে? – weather update of 22 july 2024 monday in kolkata west bengal


আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। দুই বঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়। সমুদ্রে দেখা যেতে পারে জলোচ্ছ্বাস। ফলে মৎস্যজীবীদের জন্যও থাকছে সতর্কবার্তা। ২৩ জুলাই মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ ওডিশা হয়ে ছত্তিশগড়ের নিকটবর্তী এলাকা পর্যন্ত অবস্থান করছে। পাশাপাশি বাংলায় আবার ফিরে আসবে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। বিহার থেকে উত্তরবঙ্গে ঘূর্ণাবর্ত এবং দক্ষিণবঙ্গে নতুন করে অক্ষরেখা তৈরি হবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর মঙ্গলবার ভারী বৃষ্টি হতে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বর্ষণের সম্ভাবনা থাকবে।

উল্লেখ্য, গত জুন মাসের মতো জুলাই মাসেও বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। পরিসংখ্যান বলছে সামগ্রিকভাবে এখনও পর্যন্ত ৪৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হলেও, জুলাই মাসে এই ঘাটতি পূরণ হবে না বলেই মত আলিপুর আবহাওয়া দফতরের।

কলকাতায় কেমন আবহাওয়া?

এদিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শহর কলকাতায় এদিন সাধারণত মেঘলা আকাশই থাকবে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি কম। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরের আবহাওয়ার পূর্বাভাস

অন্যদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। সেক্ষেত্রে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায়। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বভাস থাকছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। তবে সোমবারের চেয়ে মঙ্গল ও বুধে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *