জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ১৮ জুলাই আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য় দুই সংস্করণেরই দল ঘোষণা করে দিয়েছিল বিসিসিআই (BCCI)। এবার আয়োজক দেশ শ্রীলঙ্কা তিন ম্য়াচের টি-২০ সিরিজের জন্য ১৬ জনকে বেছে নিল। যদিও দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ড ওডিআই সিরিজের দল এখনও ঘোষণা করে। শ্রীলঙ্কার টি-২০ দলে রয়েছে বেশ কিছু বদল। যা প্রত্য়াশিতই ছিল। তবে দল হয়েছে যথেষ্ট শক্তিশালী।
আরও পড়ুন: সূর্যকে কি ওডিআই-তে দেখা যাবে না? আগরকরের উত্তরে অধিনায়কের আগামী মেঘলাই!
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 20240 গ্রুপ পর্যায় থেকে বিদায় নিতে হয়েছিল শ্রীলঙ্কাকে। ব্য়র্থতার দায়ভার কাঁধে নিয়ে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন দলের স্টার ক্রিকেটার ওয়ানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga)। তাঁর বদলে এবার দলকে নেতৃত্ব দেবেন মিডল অর্ডার ব্য়াটার চরিথ আসালঙ্কা (Charith Asalanka)। শ্রীলঙ্কা বাদ দিল অভিজ্ঞ অলরাউন্ডার অ্য়াঞ্জেলো ম্য়াথিউজকে। তবে রেখে দেওয়া হল প্রাক্তন অধিনায়ক দাসুন শনাকাকে। অন্য়দিকে দীনেশ চণ্ডীমল ফিরলেন দলে। বিশ্বকাপে তিনি সুযোগ পাননি। ফিরেছেন কুশল পেরেরাও।
চেন্নাই সুপার কিংসের দুই স্টার মথিশা পাথিরানা ও মাহিশ থিকসানাকে নেওয়া হয়েছে ১৬ জনের স্কোয়াডে। শ্রীলঙ্কা প্রিমিয়র লিগে পেসার পাথিরানা ও স্পিনার থিকসানা ছিলেন আগুনে ফর্মে। ‘বেবি মালিঙ্গা’ পেয়েছিলেন ৯ ম্য়াচে ১৫ উইকেট। থিকসানাও তুলে নেন ৯ ম্য়াচে ১০ উইকেট
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার টি-২০ দল: চরিথ আসালঙ্কা, পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, অভিষ্কা ফের্নান্ডো, কুসল মেন্ডিস, দীনেশ চণ্ডীমল, কামিন্দু মেন্ডিস, দাসুন শনাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকসানা, চামিন্ডু উইক্রমাসিংহে, মথিশা পাথিরানা, নুয়ান থুশারা, দুষ্মন্ত চামিরা ও বিনুরা ফের্নান্ডো।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি-২০ আই স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্য়ামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্য়াটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, খালিল আহমেদ ও মহম্মদ সিরাজ।
ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি:
প্রথম টি-২০ আই – ২৭ জুলাই, পাল্লেকেলে
দ্বিতীয় টি-২০ আই– ২৮ জুলাই, পাল্লেকেলে
তৃতীয় টি-২০ আই – ৩০ জুলাই পাল্লেকেলে
আরও পড়ুন: কিছুদিন আগেও সাপে-নেউলে! আজ ঠিক কেমন সম্পর্ক? বিস্ফোরক হেডমাস্টার গম্ভীর
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)