Arnab Dam,ক্লাসে আসবেন অর্ণব? নয়া জল্পনা কারা দপ্তরের চিঠিতে – maoist leader arnab dam joins burdwan university phd class


এই সময়, বর্ধমান: আজ, মঙ্গলবার থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ইতিহাস বিভাগে পিএইচডি-র ক্লাস। পিএইচি কোর্সে ভর্তি হওয়ার পরেও আজকের ক্লাসে জেলবন্দি অর্ণব দাম ওরফে বিক্রম সশরীরে উপস্থিত থাকতে পারবে কি না, তা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। এই অনিশ্চয়তা তৈরির নেপথ্যে রয়েছে প্রকাশ্যে আসা কারা দপ্তরের একটি চিঠি।১৬ জুলাই তারিখের ওই চিঠিটি এডিজি-র (কারা) অফিস থেকে পাঠানো হয়েছে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের সুপারের কাছে। তাতে সুপারকে স্পষ্ট বলা হয়েছে, অর্ণবের পিএইচডি করার জন্য প্রয়োজনে তাঁর রিসার্চ গাইডকে বর্ধমান সংশোধনাগারে আসতে হবে অথবা ভার্চুয়াল মাধ্যমে অর্ণব গাইডের সঙ্গে কথা বলে অফলাইন ক্লাস করতে পারবেন।

চিঠির দ্বিতীয় শর্তে বলা হয়েছে, এই ক্লাসের জন্য রোজকার ভিত্তিতে তাঁকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার ক্ষেত্রে পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করার সুপারিশ করা হচ্ছে না। একান্ত জরুরি ক্ষেত্রেই তাঁকে জেলের চৌহদ্দির বাইরে যাওয়ার জন্য পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হবে।

এই শর্তের ক্ষেত্রেই প্রশ্ন উঠছে, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পিএইচডি কোর্সের জন্য যে অফলাইন ক্লাসের কথা বলেছিল, সেখানে অর্ণব কী ভাবে যোগ দেবেন? নাকি কোনও দিন ভার্চুয়াল মাধ্যমে, এবং কখনও পুলিশি নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ে গিয়ে সশরীরে ক্লাস করবেন? বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কাউন্সিলের সেক্রেটারি ইন্দ্রজিৎ রায় বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগে জেল কর্তৃপক্ষের চিঠি এসেছে।’

যদিও অর্ণবের ক্লাস করার ব্যাপারে কী সিদ্ধান্ত হয়েছে, তার ব্যাখ্যা তিনি দেননি। ইন্দ্রজিৎ জানিয়েছেন, আজ অর্ণব ক্লাসে উপস্থিত থাকতে পারবেন কি না, সে বিষয়ে তিনি জানেন না। বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তিকালীন উপাচার্য গৌতম চন্দ্র এই প্রসঙ্গে বলেন, ‘এ নিয়ে আমার কাছে কোনও খবর নেই। এখন ওই বিভাগই (ইতিহাস বিভাগ) সব বলতে পারবে।’

অর্ণবের পাশে এবার কুণাল, কারা দপ্তর চিঠি দিচ্ছে বিশ্ববিদ্যালয়কে
কারা দপ্তরের পাঠানো চিঠিতে আরও বলা হয়েছে, পিএইচডি কোর্সের জন্য যে বইয়ের প্রয়োজন হবে, সেটা অর্ণব নিজেই জোগাড় করে নেবেন বলে জানিয়েছেন। তিনি লাইব্রেরি ব্যবহার করতে চাইলে প্রয়োজনে ডিজিটাল লাইব্রেরির সুবিধা তাঁকে করার জন্যও বর্ধমান সংশোধনাগার কর্তৃপক্ষকে জানিয়েছে কারা দপ্তর। এই টানাপড়েনের মধ্যে আজ শেষমেশ অর্ণব ক্লাসে হাজির থাকতে পারেন কি না, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *