Bangladesh Quota Protest : স্বস্তির নিঃশ্বাস! বাংলাদেশ থেকে ফিরলেন তামান্না – birbhum student tamanna parveen returned home from bangladesh watch video


অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে এ যাত্রায় বাড়ি ফিরলেন বীরভূমের তামান্না পারভীন। বাংলাদেশের কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজের ছাত্রী তিনি। তাই পড়াশোনার জন্য বাংলাদেশেই তাকে থাকতে হয়েছে দীর্ঘদিন ধরে। কিন্তু কোটা নিয়ে যে ছাত্র আন্দোলনের জেরে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ তার জেরেই অবশেষে ভারতে ফিরতে হলো তাকে। যদিও বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনরকম সাহায্য পাননি বলে দাবি করেছেন তামান্না। পাশাপাশি তিনি আরও বলেন যাদের জন্য উত্তপ্ত বাংলাদেশ তারা কে ভারতীয় কে বাংলাদেশী তার কিছুই মানছেন না। আর তার জেরেই প্রায় এক সপ্তাহ ধরে উৎকণ্ঠায় দিন কেটেছে তার। তবে অবশেষে ভারতীয় হাই কমিশনের হস্তক্ষেপে ত্রিপুরা হয়ে নিজের জেলায় ফিরলেন তিনি। তবে পরিস্থিতি স্বাভাবিক হোক বা না হোক পুনরায় তাকে বাংলাদেশে ফিরতে হবে বলে জানিয়েছেন তামান্না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *