Kolkata Crime News : অজ্ঞাত পরিচয় তরুণীর দেহ উদ্ধার খাস কলকাতায়, তদন্তে পুলিশ – young lady body recovered near a canal at kolkata regent park


রিজেন্ট পার্ক থানা এলাকা থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার। খালের ধারে একটি বস্তার মধ্যে থেকে ওই তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। যদিও, ওই তরুণীর নাম-পরিচয় জানা যায়নি। তরুণীর কী ভাবে মৃত্যু হল, তাঁকে কি হত্যা করে বস্তায় ভরে খালের জলে ভাসিয়ে দেওয়া হয়েছে সে ব্যাপারে তদন্ত করে দেখছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে রিজেন্ট পার্ক থানার অন্তর্গত কুঁদঘাট এলাকার শান্তিনগর ব্রিজের কাছ থেকে এক মহিলার পচা-গলা দেহ উদ্ধার করা হয়। একটি সাদা রঙের নাইলনের বস্তার ভিতর থেকে মহিলার পচা-গলা দেহ উদ্ধার হয়। এদিন দুপুরে জোয়ারের সময় স্থানীয়রা লক্ষ্য করেন হঠাৎই রিজেন্ট পার্ক থানার অন্তর্গত শান্তিনগর খালে একটি বস্তা ভেসে আছে।

সামনে যেতে স্থানীয়রা দেখতে পান, বস্তায় সেলাই করা ছিল। সেলাই খুলে যাওয়ায় বস্তার ভিতর থেকে এক মহিলার চুল বাইরে বেরিয়ে রয়েছে। সন্দেহ হওয়ায় স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে এরপর পুলিশ আধিকারিকেরা পৌঁছলে DMG-আধিকারিকদের সহায়তায় বস্তার মধ্যে থেকে এক মহিলার পচা-গলা দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মহিলার বয়স আনুমানিক প্রায় ২৫-৩০ বছরের কাছাকাছি। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, মহিলাকে কেউ খুন করে বস্তায় ভরে বস্তার মুখ সেলাই করে দিয়েছে। পুলিশ জানায়, মহিলার পরনে কমলা রঙের টি-শার্ট ও কালো রঙের প্যান্ট ছিল।

এরপর মহিলার মৃতদেহ বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেহটির ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক পুলিশ আধিকারিকেরা। যেই জায়গা থেকে বস্তায় করে মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে সেখানে গিয়েছিলেন লালবাজারের গোয়েন্দা বিভাগ। ফরেন্সিক পরীক্ষাও করা হবে বলে জানিয়েছে লালাবাজার।

লেজ়ার শো, শহরে নামার মুখে ফের ধাঁধালো পাইলটের চোখ
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই মহিলাকে হত্যা করে বস্তার মধ্যে ভরে খালের জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। যদিও, বস্তাটি ঠিক কোন জায়গা থেকে ভাসিয়ে দেওয়া হয়েছে, সেটা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে, খাস কলকাতায় বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *