কোটা বিতর্ক নিয়ে উত্তপ্ত ওপার বাংলা। সেই উত্তাপের আঁচ এবার এসে পড়ল এপারের রাজনীতিতে। রবিবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের বিরোধিতা করে সোমবার আসরে নামেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। অতীত থেকে বর্তমান বিভিন্ন সময়ের ঘটনা টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর। এরই পালটা তোপ তৃণমূল কংগ্রেসের। জোড়াফুল শিবিরের তরফে বলা হয় তৃণমূল সুপ্রিমোর বক্তব্যকে বিকৃত করা হচ্ছে। একুশের মঞ্চে মমতার গলায় শোনা যায় বাংলাদেশের জন্য সহমর্মিতা। তৃণমূল সুপ্রিমোর বক্তব্যে আক্রমণ বিজেপির। বিজেপির আক্রমণে পালটা জবাব কুণাল ঘোষের। বিস্তারিত জানতে দেখে নিন এই ভিডিয়ো।