Mamata Banerjee On Union Budget 2024 : ‘এই বাজেটে কোনও আলো দেখতে পেলাম না, শুধুই অন্ধকার’ কটাক্ষ মমতার – west bengal cm mamata banerjee slams bjp over union budget 2024 for details watch video


মোদী সরকারের বাজেট ২০২৪ নিয়ে তীব্র সমালোচনা মমতার। তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম বাজেট। রেল নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে নির্মলা সীতারমন। যাত্রী সুরক্ষা থেকে চাকরি একাধিক দাবি দাওয়া আগেই পেশ করেছেন সাধারণ মানুষ। তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর প্রথম বাজেট মোদী সরকারের। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে পরপর সাতবার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। হাতে পরিচিত লাল ট্যাব নিয়ে সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দিশাহীন, দৃষ্টিহীন বাজেট বলে নিন্দা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি নিয়ে কোনও আশাই নেই, নির্মলার বাজেটে তীব্র অসন্তোষ মমতার। মূল্যবৃদ্ধি নিয়ে আক্রমণ তৃণমূল সুপ্রিমোর। আসুন দেখে নিন এই ভিডিয়ো বিস্তারিত জানতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *