Ashish Nehra | Gautam Gambhir


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছর ২৯ মার্চের ঘটনা। আইপিএলে (IPL 2024) মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স (RCB vs KKR, IPL 2024)। আর এই ম্য়াচের আগে আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল একটাই। আইপিএলের আপামর ফ্য়ানরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আরসিবি মহারথী বিরাট কোহলি (Virat Kohli) ও কেকেআর মেন্টর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সাক্ষাতের! কারণ গতবছর আইপিএলে এই দুই তারকার মধ্যে যে তুমুল ধুন্ধুমার বেঁধেছিল মাঠে, তার স্মৃতি এখনও টাটকা। তবে বছর ঘুরতে না ঘুরতেই সব সমীকরণ একেবারে বদলে গেল। এম চিন্নাস্বামীতে (M Chinnaswamy Stadium, Bengaluru) বিরাট-গম্ভীর একে অপরকে জড়িয়ে ধরলে। রাতারাতি ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছিল। গম্ভীর-কোহলি এখন একই সাজঘর ভাগ করে নেবেন। আবার কি তাঁদের মধ্য়ে ঝামেলা বাঁধতে পারে? এবার বড় কথা বলে দিলেন ভারতীয় দলের প্রাক্তন পেসার ও গুজরাত টাইটান্স দলের কোচ আশিস নেহরা (Ashish Nehra)।

আরও পড়ুন: কিছুদিন আগেও সাপে-নেউলে! আজ ঠিক কেমন সম্পর্ক? বিস্ফোরক হেডমাস্টার গম্ভীর

নেহরা এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে বলেছেন, ‘বিরাট কোহলি ও গৌতম গম্ভীর, দু’জনেই খেলা নিয়ে ভীষণ প্য়াশনেট মানুষ। যখনই তারা কোনও দলের হয়ে খেলে তারা প্রতিপক্ষের ঘুম ছুটিয়ে দেবে। কিন্তু যখন তারা এক সাজঘরে থাকবে, তখন তারা এক হয়েই নামবে। বিরাটের ১৬-১৭ বছরের অভিজ্ঞতা। একই ভাবে গম্ভীরও ভীষণ অভিজ্ঞ। বাইরের জিনিস দেখে মানুষ এটা প্রতিচ্ছবি পায়। শুধু গম্ভীর আর কোহলির মধ্য়েই মাঠে ঝামেলা হয়েছে নাকি! অতীতে বহু ক্রিকেটারেরই তা হয়েছে। কিন্তু তারা যখন একসঙ্গে খেলে দারুণ কিছু করেছে। সেটা খেলোয়াড় হিসেবে, কোচ-অধিনায়ক হিসেবে, শুধু কোচ হিসেবে বা সিনিয়র খেলোয়াড় হিসেবে। গম্ভীর ভীষণ স্বচ্ছ ও সাহসি একজন। ওর মনের ভিতরে যা চলে, সেটা খুবই স্পষ্ট করে বলে দেয়। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকলের কোচিংয়ের স্টাইল আলাদা। প্রত্য়েকে নিজের মতো করে অধিনায়ক ও প্লেয়ারের সঙ্গে মেলামেশা করে। বিরাট-গম্ভীর, কেরিয়ারের যে জায়গায় আছে, সেখানে আমি ওদের মধ্য়ে কোনও সমস্য়াই দেখি না।’

গম্ভীর এবং নবীন-উল-হককে জড়ানোর প্রসঙ্গেও কোহলি সম্প্রতি মুখ খুলেছিলেন। তিনি এক ইভেন্টে বলেছিলেন, ‘মানুষ খুবই হতাশ হয়েছে আমার আচরণে। নবীনকে আমি জড়িয়ে ধরেছি। ওদিন আবার গৌতি ভাইও আমাকে এসে জড়িয়ে ধরল। মানে মানুষের মশলা শেষ হয়ে গেল! এবার তো তারা টিটকিরি দেবেই। আরে বাবা আমরা তো আর বাচ্চা নই।’ গতবছর ১ মে আরসিবি ও এলএসজি মুখোমুখি হয়েছিল। কেএল রাহুলদের ঘরের মাঠ একানা ক্রিকেট স্টেডিয়াম অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। একাধিকবার কথাকাটিতে জড়িয়ে পড়েছিলেন ক্রিকেটাররা। উত্তপ্ত বাদানুবাদে জড়ান আরসিবি মহারথী বিরাট, এলএসজি পেসার নবীন-উল-হক ও এলএসজি (তৎকালীন) মেন্টর গম্ভীর। আইপিএলের আচরণবিধি ভঙ্গের অপরাধে কোহলি-গম্ভীরের ১০০ শতাংশ ও নবীনের ৫০ শতাংশ ম্যাচ-ফি কেটে নিয়েছিল বিসিসিআই। এরপর ভারতে যখন আফগানিস্তান বিশ্বকাপ খেলতে এসেছিল তখন নবীন গিয়ে কোহলিকে জড়িয়ে ধরেছিলেন। এরপরেই নবীন-বিরাটের বৈরিতা বদলে যায় বন্ধুতায়। নবীনের পর গম্ভীরকে জড়িয়েও গতবছরের যাবতীয় অশান্তি আনুষ্ঠানিক ভাবে শেষ করেন কোহলি।

আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটে গম্ভীর যুগের সূচনা, টিম ইন্ডিয়ার প্রশিক্ষণ এখন ভাইরাল

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *