Malda Police : গুলি ছুড়ে দুষ্কৃতীদের গাড়ি থামাল পুলিশ, মালদায় ডাকাতির ঘটনায় ধৃত ২ – malda police caught two criminals in co operative bank dacoity case


মালদার ডাকাতির ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই সাফল্য পুলিশের। ডাকাত দলের গাড়িকে লক্ষ্য করে ধাওয়া করেছিল পুলিশ। দুষ্কৃতী দলের পিছু নিয়ে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুই দুষ্কৃতী মালদা জেলারই বাসিন্দা বলে জানা গিয়েছে। যে গাড়িতে করে দুষ্কৃতীরা পালাচ্ছিলে, সেটিকে আটক করা হয়েছে। ওই দলের বাকিদের খোঁজে তল্লাশি চলছে।বুধবার দুপুরে মালদার একটি সমবায় ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। একদল দুষ্কৃতী এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়েক লক্ষ টাকা লুঠ করে পালিয়ে যায়। গুলি চালানোর কারণে ব্যাঙ্কের ক্যাশিয়ার আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গাজোল থানার পুলিশকে। দুষ্কৃতী দল একটি সাদা রঙের বোলেরো গাড়ি করে ডাকাতি করতে এসেছিল বলে জানতে পারে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে সেটিকে চিহ্নিত করা হয়।

এরপরেই রীতিমতো সিনেমার দৃশ্যের ন্যায় সাদা গাড়িটির পিছু নেয় পুলিশ। গাড়িটিকে থামানোর জন্য সেটিকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। পুলিশ চেজ করে গাড়িটির কাছাকাছি পৌঁছে গেলে সেটিকে থামিয়ে দিতে বাধ্য হয় দুষ্কৃতী দল। পুরাতন মালদার ভাবুক অঞ্চলের মন্দিলপুর এলাকায় গাড়িটি ছেড়ে পালিয়ে যায় ডাকাত দল। তবে, এর মাঝেই দু’জনকে ধরে ফেলে পুলিশ।

Dacoity : মালদায় সমবায় ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতি, গুলিবিদ্ধ ক্যাশিয়ার
তবে ডাকাত দলের একটি ব্যাগ গাড়িতে ফেলে যায়। সেই ব্যাগে বোমা ছিল বলে আন্দাজ করে পুলিশ। মালদা থানার পুলিশ বোমা সমেত ব্যাগটি নিরাপদ জায়গায় রাখে। এলাকাটিকে পুলিশ ঘিরে রাখে। বম্ব স্কোয়াডের লোক আসতে বোমা উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ধাওয়া করার সময় একজনের কোমরে গুলি লাগে, অন্যজনের পায়ে গুলি লাগে। জানা গিয়েছে, গুলিবিদ্ধ দুই ডাকাতের বাড়ি চাঁচলে এবং অপরজনের বাড়ি গাজোলের কেষ্টপুরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *