জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ে নিয়ে প্রথম থেকেই রাখ ঢাক ছিল এই দম্পতির। সম্পর্কে থাকাকালীনও বিশেষ কিছু বলতে চাননি শোভন-সোহিনী। কিন্তু গোল বাঁধল বিয়ের পর থেকে। ১৫ জুলাই চার হাত এক হয়েছে সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের। এর আগে সম্পর্কে ছিলেন সোহিনী-রণজয়। বছর দুয়েক আগে সোহিনী-রণজয়ের ব্রেকআপের খবর চাউর হয়। তা নিয়ে রণজয় আগে মুখ খুললেও বরাবর স্পিকটি নট ছিলেন সোহিনী।
আরও পড়ুন, Jisshu-Nilanjana: মুম্বইয়ে প্রেমিকার সঙ্গে লিভ-ইনে যীশু! বিচ্ছেদের আবহে নীলাঞ্জনার পাশে মেয়ে সারা…
এমনকী বিয়ের পর মিডিয়ায় রণজয় তাদের শুভকামনা জানায়। শোভন-সোহিনীকে একসঙ্গে ভালো থাকার শুভেচ্ছা জানাতে শোনা যায়। আর এরপরই রণজয়ের আরও এক প্রাক্তন প্রেমিকার পোস্টে বিতর্ক নতুন করে দানা বাঁধে। বিয়ে করেছেন শোভন সোহিনী। কিন্তু রণজয় মাঝখান থেকে সিম্প্যাথি নিচ্ছেন? প্রাক্তন বিয়ে করার পর থেকেই অভিনেতা সুযোগ খুঁজছেন? অনেকটা এমনই দাবি সায়ন্তনী গুহ ঠাকুরতার।
ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘প্রাক্তন প্রেমিকার বিয়ে হয়ে যাবার পর সেটাকে নিয়ে পাবলিসিটি করতে খুব কম গুণী মানুষই পারেন। এরা হল তারা, যারা মৃত শবের পাশে শুয়েও ইন্টারভিউ দিতে পারেন, কারণ পাবলিক সিম্প্যাথি বাড়লে এদের ফলোয়ার্সও বাড়বে তার সঙ্গে সুবিধা হবে নেক্সট গার্লফ্রেন্ড থুরি নিউ এটিএম কার্ড জোগাড় করতে। আসলে সোনার ডিম পাড়া মুরগি চলে গেলে খারাপ তো সকলেরই লাগে। আমার মনে হয় নিউ এটিএম কার্ড থেকে বোধহয় এখনও টাকা তোলা যায়নি। যাক মেয়েরা সতর্কও থাকুন এই সব কালজয়ী অভিনেতাদের থেকে, যারা পর্দাতে এবং বাস্তব জীবনে একসঙ্গে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছে। হায় রে নির্বোধ দর্শক !!!’
আর সায়ন্তনীর এই পোস্টেই সমর্থন জানিয়ে লাভ রিয়্যাক্ট করেন সোহিনী। সমর্থন জানিয়েছেন আরও এক প্রাক্তন প্রেমিকা প্রিয়াঙ্কা মন্ডল। কম যান না রণজয়ও! প্রাক্তন প্রেমিকার পোস্টের পাল্টা জাবাবে বলেন, ‘শোভন-সোহিনী একসঙ্গে খুব ভাল আছে। আমি আমার জীবনে ভাল আছি। কিন্তু, এরা কারা? এ সব বলে জোর করে গুরুত্ব নেওয়া হয়ে যাচ্ছে না! অম্বানীদের যেমন অনেক টাকা, কী ভাবে খরচ করবেন, বুঝতে পারেন না, তেমনই কিছু মানুষেরও অনেকটা সময় থাকলে কী ভাবে খরচ করবে বুঝতে পারে না।’
যদিও সোহিনী সরকারের ‘লাভ’ ইমোজি দেওয়াকে বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সেই সঙ্গেই আবার রয়েছে রাজর্ষি দে-র মন্তব্য, ‘নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু!’ এতেই দুইয়ে দুইয়ে চার করছেন নেটিজেনরা। এদিকে নানান সংবাদমাধ্যম সূত্রে সোহিনীর যে বক্তব্য উঠে আসছে তা থেকে স্পষ্ট মিডিয়া মারফত শুভেচ্ছা বার্তা এলেও ব্যক্তিগতভাবে শুভেচ্ছা পাননি সোহিনী, তাই পুরোটাই ‘লোক দেখানো’ মত সোহিনীর।
তাঁর বক্তব্য, ২০২০ সালে রণজয়ের কাজ ছিল না, ২০২১-এও ও বসে ছিল, ২০২২-এ ধারাবাহিকের অফারটা ও নেয়। নিজের যোগ্যতাতেই পায়। যে ছেলে ২০২১ পর্যন্ত কিছু করে না, ২০২২-এ সে সিরিয়াল করার পর থেকেই কেন সম্পর্কে সমস্যা শুরু হল? যে ভাল চায়, সে কেন শুধু সংবাদমাধ্যমের সামনেই ভাল চাওয়াটা সীমাবদ্ধ রাখল?
নীরবতা ভেঙে টিভি৯ বাংলায় মুখ খুলেছেন সোহিনী। বললেন, ‘কেউ উঁচুতে উঠলে তাঁকে নিয়ে সমালোচনা হবে, সেটা স্বাভাবিক। শুধু ইন্ডাস্ট্রি কেন পাড়াতেও তো হয়! সমস্যা সেখানে নয়, সমস্যাটা হল যখন রণজয় বিষ্ণুর মতো মানুষেরা ভাল চায় দেখানোর নাম করে লাগাতার সাক্ষাৎকার দিয়ে চলেছে। কেউ কারও ভাল যদি সত্যি চেয়ে থাকে তবে সে তো আমায় ব্যক্তিগত ভাবে সেই ভাল চাওয়াটা ব্যক্ত করবে। কই সেরকমটা তো তাঁর ক্ষেত্রে দেখিনি?’
সোহিনী বলেন, ‘২০১৩ সাল থেকে রণজয় বিষ্ণুকে চিনি, তখন ও সায়ন্তনী গুহ ঠাকুরতার প্রেমিক। তাই আজ সায়ন্তনী যা লিখেছে ওকে নিয়ে তা আমি বিশ্বাস করছি। কারণ একটাই, ওদের বহু অশান্তির অতীতেও আমি সাক্ষী, নিজের চোখে দেখেছি, সেগুলো অস্বীকার করি কী করে? আর শুধু সায়ন্তনীই বা কেন? ওই একই ঘটনার ভুক্তভোগী তো আমি নিজেও। প্রিয়াঙ্কা মন্ডলকে চেনেন নিশ্চয়ই? অভিনেত্রী-মডেল। রণজয়ের সঙ্গে দীর্ঘ চার বছর সম্পর্ক ছিল ওর। সায়ন্তনীর পোস্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছে ও।’
আরও পড়ুন, Shah Rukh khan: প্যারিসের মিউজিয়ামে মহা-সম্মান, বিশ্বের প্রথম অভিনেতা হিসাবে নজির শাহরুখের…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)